মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘এলাকায় নেই’/‘ত্রান বিতরণ করছেন না’ এমনকি পঞ্চসার ইউনিয়নে ‘নাগরিক সুবিধা বঞ্চিত কয়েক লক্ষ মানুষ’ এমন সব অভিযোগের মুখে সংবাদ সংবাদ সম্মেলন করে ৬ হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের খবর জানালেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
মঙ্গলবার (৭এপ্রিল) সদর উপজেলার পঞ্চসারের পুরাতন ফেরিঘাট এলাকায় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে তার ব্যক্তিগত উদ্যোগের কথা জানান।
বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নানা বিতর্কের জন্ম দেয়া গোলাম মোস্তফা পেশায় মুলত একজন ব্যবসায়ী। পঞ্চসারের অবৈধ কারেন্ট জাল ব্যবসার বড় নিয়ন্ত্রকও তিনি। কথিত আছে, পঞ্চসারের চেয়ারম্যান হতে তিনি ঐ সময়ে কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, ‘৮কেজি চাল, ২কেজি ডাল, ১ লিটার সয়াবিন, আড়াই কেজি আলু বিতরণ করা হবে। প্রত্যেক বাড়িতে গিয়ে এসব সামগ্রী পৌছে দেওয়া হবে।’
তিনি বলেন. ‘করোনা ভাইরাসের কারনে পঞ্চসারের অনেক নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত। অনেক মধ্যবিত্ত শ্রেণিও খাদ্য সমস্যায় ভুগছে। এসব বিষয় মাথায় রেখে আগামীকাল (বুধবার, ৮ এপ্রিল) থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।’