৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:০০
ষোলঘরে রাবেয়া খাতুনের জন্মদিনে বইমেলা
খবরটি শেয়ার করুন:

কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের ৮১তম জন্মদিনে তাঁর নিজ গ্রাম ষোলঘরে ৩য় একক বইমেলার আয়োজন করা হয়। রোববার শ্রীনগর উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের ব্যতিক্রমী আয়োজনটিতে প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বাংকের সাবেক ডিএমডি মো. জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিংন কমিটির সভাপতি আকুল উদ্দিন । রাবেয়া খাতুন সাহিত্য ও সংস্কিতিক সংসদের আহ্বায়ক কাজী হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক এমএস তহিদুল রহমান ও এ্যাডভোকেট কামরুল হাসান।

একক বই মেলাটির স্টলে এই কথা সাহিত্যিকের নানা বই স্থান পায়। পরে এক মনোঞ্জ সাংস্কিতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথা সাহিত্যিকের জন্মদিনটিতে দিনভর মেলা অঙ্গনে ছিল প্রাণে স্পন্দন। নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণে মেলা মুখরিত হয়ে উঠে। আলোচকরা এই গুনী সাহিত্যিকের সৃজনশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

error: দুঃখিত!