২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৫:৫২
শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কমিটিকে গণ সংবর্ধনা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব নির্বাচিত কমিটি জহিরুল হক নিশাত সিকদার ও হামিদুল্লাহ খান মুনকে গণ সংবর্ধনা প্রদান করা হয়ছে।

শনিবার বিকালে ষোলঘর বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার খান মামুন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক অাল মাহমুদ বাবু।

অারও উপস্থিত ছিলেন, কোলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী নেছারউল্লাহ সুজন, ফিরোজ আল মামুন, আজিজুল ইসলাম, জেলা তরুণলীগের সহ সভাপতি অ্যাডভোকেট কাউসার তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব অাহমেদ, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অারিফুল ইসলাম রাব্বি, ছাত্রলীগ নেতা অনিক ইসলাম প্রমুখ।

বক্তারা এসময় স্থানীয় সংসদ সদস্য সুকুৃমার রঞ্জন ঘোষের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।