৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৩০
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে লকডাউনের তৃতীয় দিনে ৩২ টি মামলা, জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ জুলাই, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিনে ৩২টি মামলা হয়েছে।

৩ টি ভ্রাম্যমান আদালতে এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে ১৫ হাজার ৯শ টাকা।

ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেয়া দেবনাথ। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে সেনাবাহিনী,আনসার ও পুলিশের টিম ছিল।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, চলমান নিষেধাজ্ঞার নির্দেশনা পালনের জন্য ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটলিয়ন উপজেলার বিভিন্ন স্থানে টহল চালিয়ে যাবে। তিনি করোনা ভাইরাস থেকে দুরে থাকার জন্য জনগনকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!