৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:২২
Search
Close this search box.
Search
Close this search box.
শ্রীনগরে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ এপ্রিল, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাসস্ট্যান্ড এলাকায় মুন্সিগঞ্জ-১আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাস্তাটি উদ্বোধন করেন। এসময়  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন।
শ্রীনগর উপজেলার সাতগাঁও থেকে নিমতলী হয়ে চারিগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ৭শ মিটার দীর্ঘ ও প্রায় ১১ ফুট প্রস্থ এই  রাস্তাটির চুক্তিমুল্য ধরা হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা। কাজটি সম্পাদন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান চোকদার ট্রেডার্স। দীর্ঘদিন ধরে ভাঙ্গাচুরা এই রাস্তাটির কারনে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলো। রাস্তাটির কাজ শেষ হলে স্থানীয় সামাজিক ও অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে বলে স্থানীয়দের আশা।
এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা এলজিইডি প্রকৌশলী রাজিউল্লাহ, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম হোসেন খান, শ্রীনগর উপজেলা বিকল্পধারার আহবায়ক এমএ হাকিম, সদস্য সচিব গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, আলমগীর হোসেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক সাব্বির শেখ প্রমুখ।
error: দুঃখিত!