মুন্সিগঞ্জ, ৫ জুন, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
আজ শনিবার (৫ জুন) সকালে উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৫ দিনের প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ এমদাদুল হক তালুকদার, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হক, উপজেলা বিকল্পধারার আহ্বায়ক ডাঃ আব্দুল হাকিম, খামারি মোশারফ বেপারী, সাইদুর জামান খান, এম খালেক প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডাঃ হাসিনা নার্গিস। উপজেলার বিভিন্ন স্থান থেকে খামারিরা উন্নতজাতের গবাদি পশু পাখি নিয়ে উক্ত প্রদর্শনীতে অংশগ্রহন করেন। ৫ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে