৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:০৫
শ্রীনগরে টাকা হারাণোর শোকে কিশোরীর আত্মহত্যা
খবরটি শেয়ার করুন:

শ্রীনগরে টাকা হারাণোর শোকে এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার বিকাল চারটার দিকে উপজেলার বিবন্দী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের মিলন শেখ বিকাল চারটার দিকে দিন মজুরী শেষে নির্জন বাড়ীতে এসে দেখেন তার মেয়ে সেলিনা (১৭) এর লাশ ঘরের আড়ার সাথে ঝুলে আছে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে সেলিনার লাশ উদ্ধার করে।

মিলন শেখ জানান, দুই বছর পূর্বে তার স্ত্রী মারা যান । তার তিন মেয়ে এক ছেলে। মেয়েদের মধ্যে সেলিনা ছোট। অন্য দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এক ছেলে এক মেয়েকে নিয়েই তার সংসার। অভাবের সংসারে গতকাল সেলিনা জামা কাপড় কেনার জন্য আবদার করলে মিলন শেখ টাকা দিতে পারবেনা বলে জানায়। শনিবার সকালে সেলিনা চার হাজার টাকা ধার করে কেনা কাটা করার জন্য শ্রীনগর বাজারের উদ্দেশ্যে রওনা হলে পথে টাকা হারিয়ে ফেলে। টাকা হারানোর শোকে সেলিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ রাত আটটার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

error: দুঃখিত!