মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে গৌরপূর্ণিমা মহোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ মার্চ) বিকালে দেউলভোগ শ্রী শ্রী সার্বজনিন কালী মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় ইসকন এর পরিচালনায় এ সভায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কেয়া দেবনাথ।
এসময় আরও উপস্থিত ছিলেন, দেউলভোগ সার্বজনিন কালী মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস, দেউলভোগ সার্বজনিন দুর্গাপূজা কমিটির সভাপতি কাজল দাস, সার্বজনিন কালীমন্দির, দুর্গামন্দির,স্বরসতী মন্দির ও লক্ষী মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে দেউলভোগ সার্বজনিন কালী মন্দিরের দক্ষিন পাশে ইসকন শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা করা হয়। এর পরে হরিনাম সংকীর্তন ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডাঃ অনন্তরুপ মাধব দাস অধিকারী।