১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৫৫
শ্রীনগরে গৃহবধূকে উলঙ্গ করে ভিডিও ধারণ প্রাণনাশের হুমকি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগরে এক গৃহবধূকে উলঙ্গ করে ভিডিও ধারণ, শারীরিক নির্যাতন এবং মোবাইল ফোনসহ টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার তন্তর গ্রামের মো. খলিল শেখের ছেলে মো. মিশু (৩৫), মো. আকবর বেপারীর ছেলে মো. আল আমিন বেপারী (২৫), মৃত সামছু ঢালীর ছেলে মো. নুর আলম ঢালী (৩০) ও মৃত ফজল শেখের ছেলে মো. শাজাহান শেখ (২৮) এ ঘটনা ঘটায়। এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন।

গত শুক্রবার স্থানীয়ভাবে এ ঘটনার সমাধানে বৈঠক বসার কথা থাকলেও তা ভেস্তে যায়। অভিযোগ দিয়ে ওই গৃহবধূ ও তাঁর স্বামী অভিযুক্তদের ভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সন্ধ্যার দিকে তন্তর এলাকার ৯ নম্বর রোডে নওপাড়া (হাট নওপাড়া) গ্রামের ভাড়াটিয়া এক অটোচালক ও তাঁর স্ত্রী নিজ অটোতে করে ওই রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিল। এ সময় অভিযুক্ত মিশু ও তার সহযোগীরা রাস্তায় তাদের থামায়। ওই গৃহবধূকে নামিয়ে চালক স্বামীকে অপবাদ দিয়ে টানা-হেঁচড়া করতে থাকে। রাস্তার নিচে নিয়ে ওই গৃহবধূকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে। পরে স্বামী-স্ত্রীকে ওই অটোতে করে ইউনিয়নের রুসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি স্থানে নিয়ে স্বামী গফর আলীকে ছেড়ে দেয় এবং বিকাশে টাকা পাঠাতে বলে। স্ত্রীকে মুক্ত করে নেওয়ার জন্য ওই গৃহবধূর স্বামী মিশুর সহযোগী নুর আলমের নম্বরে বিকাশ করে দুই হাজার টাকা পাঠায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তারা গৃহবধূকে ছেড়ে দেয়।

error: দুঃখিত!