মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ইয়াসমিন দেলোয়ার ডায়াগণষ্টিক সেন্টার এন্ড মডার্ণ হাসপাতাল লিঃ কেন্দ্র থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসুচি (ইপিআই) স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত টিকা প্রদান কার্যক্রমের আওতায় এই সেবা প্রদান করা হবে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ষোলঘর বাস স্ট্যান্ড সংলগ্ন পশ্চিম পাশে অবস্থিত ইয়াসমিন দেলোয়ার হাসপাতালে এই টিকা প্রদান কর্মসুচির আনুষ্ঠানিক সূচনা হয়।
হাসপালের পরিচালক মোঃ রবিন মিয়া বলেন, এ হাসপাতাল কেন্দ্র থেকে প্রতি বৃহস্পতিবার মা ও শিশুদের সকল প্রকার টিকা প্রদান করা হবে।