৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৪:৪৮
শ্রীনগরে ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

শ্রীনগরে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১৪ টি ইউনিয়নের ১২৬ জন সাধারণ সদস্য ও ৪২ জন নারী সদস্যকে শপথ বাক্য পাঠ করান শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মা।

এসময় উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদের সাথে সদস্যদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। শ্রীনগর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। গত ৩১ মার্চ শ্রীনগর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

error: দুঃখিত!