২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১১:৫৮
শ্রীনগরে অজ্ঞাত কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার!
খবরটি শেয়ার করুন:

শ্রীনগরে অজ্ঞাত কিশোরীর (১৫) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার তিনগাও এলাকায় পুলিশের সাবেক ডিআইজি এনায়েতুল্লাহ দেওয়ানের বাড়ির পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই বাড়ির কাছে সকালে লাশের বস্তাটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এ সময় বস্তার বাইরে কিশোরীর দুই পা বেরিয়েছিল। পরে পুলিশ গিয়ে বস্তা থেকে লাশটি বের করে। এ সময় দেখা যায় কিশোরীর দু’হাত দুই পায়ের সাথে পাটের রশি দিয়ে বাঁধা। কিশোরীর পরণে লাল রংয়ের চুড়িদার পায়জামা ও প্রিন্টের জামা ছিল।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান লাশের সুরতহাল রিপোর্টের সূত্রধরে জানান, কিশোরীর ঘাড়ের হাড় ভাঙ্গা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

এ থেকে ধারণা করা হচ্ছে কিশোরীকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করার পর এখানে লাশ ফেলে গেছে। ময়না তদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!