মুন্সিগঞ্জ, ১০ ডিসেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হরপাড়া গ্রামের রূপক দেবনাথ পরলোকগমন করেছেন।
তিনি গতকাল বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকাল ৯:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে সকালে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।
পরে কর্তব্যরত চিকিৎসক রূপক দেবনাথকে মৃত বলে ঘোষনা করেন। তিনি হরপাড়া গ্রামের স্বর্গীয় সুবোধ চন্দ্র দেবনাথের ছেলে। এছাড়া তিনি শ্রীনগর কেন্দ্রীয় শ্রী শ্রী অনন্ত দেব মন্দিরের সাবেক সভাপতি ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।