১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:২৫
শ্রীনগরের বাড়ৈগাঁও-পশ্চিম নওপাড়া সড়ক যেন মৃত্যুকুপ!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার বাড়ৈগাঁও ও কুকুটিয়ার পশ্চিম নওপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার বেহাল রাস্তায় মানুষের চলাচলে যেন মৃত্যুকুপে পরিণত হয়েছে!

এলজিইডি’র গুরুত্বপূর্ণ রাস্তটি খানাখন্দে ভরে গিয়ে যানবাহন চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বেড়েছে ভোগান্তি। পুরো ২ কিলোমিটার রাস্তা জুড়ে শতশত গর্ত দেখতে পাওয়া গেছে।

ঝুঁকিপূর্ণ গর্তগুলোতে বৃষ্টির হাঁটু পানি জমে থাকতে দেখা যায়। প্রায় সময়ই ইজিবাইক ও মোটরসাইকেলের চাকা গর্তে দেবে যাচ্ছে। বেহাল সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গণের সৃষ্টি হয়েছে। এতে করে প্রায় সময়ই দুর্ঘটনার স্বীকার হচ্ছেন পথচারী। অপরদিকে রাস্তার দুই পাশে ঝোপ-জঙ্গলে ছেঁয়ে গেছে।

জানা যায়, গত ৬/৭ বছর পূর্বে কাঁচা রাস্তাটি প্রথম বারের মত পিচ ঢালাইয়ের কাজ করা হয়। এর পর থেকে আর কোনও সংস্কার কাজ করা হয়নি। কয়েকটি এলাকার প্রায় ৪০/৫০ হাজার মানুষের যাতায়াত রয়েছে এই সড়কে।

সরেজমিনে দেখা গেছে, ওই রাস্তার বাড়ৈগাঁও বাজার থেকে পশ্চিম নওপাড়া মাদ্রাসা মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা নাজুক হয়ে পরেছে। অপরদিকে একই রাস্তার পশ্চিম নওপাড়া থেকে বিবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অটোস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২ কিলোমিটার গত এপ্রিল মাসে সংস্কার কাজ করা হয়।

ভাঙাচূড়া ২ কিলোমিটার সড়কের অনেকাংশে পিচ উঠে গিয়ে কোথাও কোথাও পুকুরে পরিণত হয়েছে। নাজুক সড়কের গর্তগুলোতে প্রায় সময়েই বৃষ্টি পানি জমে থাকতে দেখা গেছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।

কয়েকটি ইউনিয়নবাসীর চলাচলে একমাত্র প্রধান যোগাযোগ মাধ্যম এটি। এছাড়াও সড়কটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক এটি।

দুর্ভোগ লাঘবে বেহাল রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

error: দুঃখিত!