১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১০:২৭
শ্রীনগরের অকেজো বেড়িবাঁধ এলাকা পরিদর্শন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ মার্চ, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে বুধবার শ্রীনগরের অকেজো বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করা হয়েছে।

এসময় পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মসিউর রহমান মামুন, নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, উপজেলা ইঞ্জিনিয়ার, পিআইওসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বিগত ২৩ বছর আগে সৃষ্ট পদ্মা তীরবর্তী বেড়িবাঁধটির এসএমবি ও কেআরবি তাদের প্রকল্প গুটিয়ে নেয়ার ব্যাপারে নো অবজেকশন সার্টফিকেট দিয়ে দিয়েছেন।

এখন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ, অবাধে পদ্মার পানির প্রবাহ সৃষ্টির লক্ষে সমন্বিত পরিকল্পনা নিতে আর কোন বাঁধা থাকলো না।

পরিদর্শনকারী টিম তাদের রিপোর্ট শিগগিরই জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়।

error: দুঃখিত!