বাংলাদেশ অাওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস বলেছেন, প্রধানমন্ত্রী ও অাওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংসদ সদস্যের শপথ নিয়েছিলাম, ব্যক্তিস্বার্থ বা সম্পদশালী হতে নয়।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর পানাম পঞ্চায়েত কমিটির অায়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে অায়োজিত দোয়া ও অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি এসময় অারও বলেন, বাঙালীর চেতনা ও প্রেরণার উৎস ছিলেন জাতির পিতা। তার জীবনের সামাজিক বৈশিষ্ট্যগুলো অামাদের সমাজে চর্চা করা গেলে সমাজ শোষণমুক্ত ও বৈষম্য মুক্ত হবে।
এসময় অারও উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শাহিন, রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মোঃ বাচ্চু শেখ, মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য অ্যাডভোকেট সালমা হাই টুনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক অাল মাহমুদ বাবু, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, পৌর কাউন্সিলর জাকির হোসেন ও মকবুল হোসেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য অাপন দাস, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফরহাদ অাহম্মেদ সবুজ, মশিউর রহমান সিজু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক শিহাব অাহমেদ, মিরকাদিম পৌর শাখা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ রকি প্রমুখ