২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৩:৪৯
শীতার্তদের মাঝে এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জের কম্বল বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১৪ ডিসেম্বর, ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

আজ শনিবার সকালে মুন্সিগঞ্জ শহরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জ।

বেলা ১১ টার দিকে শহরের মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে ৬০ জন নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করে তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছিরউদ্দিন জুয়েল, সাবেক সভাপতি আরিফ-উল-ইসলাম, সাংবাদিক সোনিয়া হাবীব লাবনী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আরিফ মোড়ল, এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আমজাদ হোসাইন, সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. মকবুর হোসেন দেওয়ান, এপেক্সিয়ান মো. মাসুদুর রহমান, এপেক্সিয়ান মো. ইব্রাহিম মিয়া, এপেক্সিয়ান আব্দুল সালাম দেওয়ান, এপেক্সিয়ান মো. সিরাজুল ইসলাম মন্ডল, এপেক্সিয়ান অ্যাডভেকেট  মেহেদী হাসান প্রমুখ।

error: দুঃখিত!