৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সাড়ে ৪ ঘন্টা পর ফেরী চালু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পদ্মা নদীতে ঘন কুয়াশায় সাড়ে ৪ ঘন্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল শুরু হয়েছে।

কুয়াশা কেটে যাওয়ায় শুক্রবার সকাল সাড়ে ৮টায় নৌ-রুটটিতে পুনরায় ফেরী চলাচল শুরু হয়।

বর্তমানে এ নৌরুট টিতে ১৪টি ফেরি চলাচল করছে। এর আগে ঘন কুয়াশায় দূর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌ-রুটে ফেরী সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কৃতপক্ষ।

এসময় ঘাট এলাকায় ৩শতাধিক যানবাহন ও মাঝ পদ্মায় ৪টি ফেরি আটকা পরে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ জানান, সকাল সাড়ে ৮টায় থেকে ফেরী চলাচল শুরু করায় বর্তমানে স্বাভাবিক ভাবে যানবাহন পরাপার করা হচ্ছে। কুয়াশায় মাঝ পদ্মা আটকে পরা ফেরি গুলো নিজ গন্তব্যে পৌঁছাচ্ছে।

এদিকে কুয়াশা কেটে যাওয়ায় ফেরী ছাড়াও ৮৭টি লঞ্চ ও ২শতাধিক স্পীডবোট এ নৌরুটে স্বাভাবিকভাবে চলাচল করছে বলে ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!