মুন্সিগঞ্জ, ৩০ জুলাই, ২০২০, আরাফাত রায়হান সাকিব (আমার বিক্রমপুর)
ঈদ উপলক্ষ্যে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে দেশের দক্ষিণবঙ্গের ২১জেলায় যাতায়াতের অন্যতম প্রধান পথ মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।
বিগত কয়েকদিন চাপ না থাকলেও আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রী চাপ বাড়তে থাকে। তবে মালবাহী গাড়ি পারাপার বন্ধ থাকায় ঘাটে গাড়ির চাপ অনেকটাই কম রয়েছে।
এছাড়া মোটরসাইকেল যোগে প্রচুর পরিমানে মানুষ ঘাটে এসে জড় হচ্ছে।
এদিকে যাত্রী পারেপারে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সচল রয়েছে বিআইডাব্লিউটিসির ১৬টির মধ্যে ৮টি ফেরী।
নদীতে তীব্র স্রোতের কারণে দূর্ঘটনা এড়াতে বাকি ফেরীগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ঘাট কতৃপক্ষ।
আর ৩নং রো রো ফেরি ঘাটটি নদীভাঙনে বিলীন হওয়ায় বর্তমানে ৪টি’র মধ্যে ৩টি ফেরীঘাট চালু রয়েছে।
ফেরী স্বল্পতার কারণে যাত্রী পারাপারে অনেকটাই বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ।
ফেরীর সমস্যায় ঘাটে আসা অধিকাংশ যাত্রীদের লঞ্চ যোগে পদ্মা পারী দিতে দেখা গেছে। তবে লঞ্চগুলোতে অধিক যাত্রী নেওয়া হচ্ছে আর মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এক্ষেত্রে দূর্ঘটনা আর করোনা সংক্রমণ ছড়িয়ে পরার আশংকা দেখা দিয়েছে। যাত্রী পারাপারে বর্তমানে ৭৬টি লঞ্চ ও ২শতাধিক স্পীডবোট নৌরুটিতে সচল রয়েছে।