শিমুলিয়া ঘাটে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাটে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার দুপুর পৌনে ২টায় শিমুলিয়া ১নং ফেরি ঘাট ও লঞ্চ ঘাটের মাঝখানে খলিলের তেলের দোকানে প্রথমে এই আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় একটি স্পীডবোট পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
এসব তথ্য দিয়ে মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এসআই সরোজিৎ কুমার ঘোষ জানান শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৫০ মিনিট চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, সূর্যের তাপে অনেক সময় এই ধরনের দোকেন আগুন লাগার ঘটনা ঘটে থাকে। তবে এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটস্থ উপ-মহাব্যবস্থাপক শাহ মোঃ খালেদ নেওয়াজ জানান, “তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরের একটি ইউনিট, শ্রীনগরের একটি ইউনিট ও পোস্তগোলার ইউনিট রওনা দেয়।
লঞ্চ ও সিবোট ঘাটের ইজারাদার মার্টিন জানান, বেলা পৌনে ২ টার দিকে তেলের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


