২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:১৮
শাহ সিমেন্ট ফ্যক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চর মুক্তারপুর এলাকায় অবস্থিত শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় ফ্যাক্টরি ক্যান্টিনে পরিবেশ নোংরা থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ হতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ কে এম হাসানুর রহমান অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন।

এছাড়া একই সময় স্থানীয় দেওয়ান আইস এন্ড কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হলে দেখা যায়, তাদের যথাযথ পরিবেশ ছাড়পত্রের কাগজপত্র নেই। এসময় এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

error: দুঃখিত!