মুন্সিগঞ্জ, ৮ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ শিক্ষার্থী আবু সাঈদের কথা স্মরণ করে কাঁদলেন ড. মোহাম্মদ ইউনূস।
এসময় তিনি বলেন, ‘আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে। এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য সাহসী একটা যুবক- বন্ধুকের সামনে দাড়িয়ে আছে এবং তারপরের থেকে কোন যুবক, কোন যুবতী আর হার মানেনাই- সামনে এগিয়ে গেছে। এবং বলছে যত গুলি মারো মারতে পারো আমরা আছি। যার কারনে সারা বাংলাদেশজুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে। এবং যার কারনে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো।’
বৃহস্পতিবার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বক্তব্য দিতে গিয়ে আবু সাঈদের কথা স্মরণ করেন বাংলাদেশের একমাত্র নোবেলবিজয়ী ড. ইউনূস। আজ রাতে যিনি বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।