২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:১৭
শনিবার ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জের সহ ১০ উপজেলায়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জ সদর, টংগিবাড়ী, সিরাজদিখান (আংশিক) ও লৌহজং (আংশিক) উপজেলায়।

মিরকাদিম সুইচিং স্টেশন এর বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে এক পত্রে জানিয়েছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

সমিতির জেনারেল ম্যানেজার মো. হাদিউজ্জামান স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়েছে, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সরবরাহধীন নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা, সোনারগাঁও উপজেলা, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলা এবং চাঁদপুর জেলার সদর উপজেলা ও মতলব উপজেলাতেও উল্লেখিত সময় বিদ্যুৎ সেবা বন্ধ থাকবে।

সেখানে বলা হয়- বর্ণিত সময়সূচীর কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া কারিগরী প্রয়োজনে যে কোন সময় বিদ্যুৎ চালু হতে পারে, এটা বিবেচনা করে সার্বক্ষণিক বিদ্যুৎ লাইন হতে নিরাপদ দূরত্বে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো।

 

error: দুঃখিত!