মুন্সিগঞ্জ, ১১ মে ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মুন্সিগঞ্জ লৌহজংয়ের বিভিন্ন বাজারে বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করেছে মুন্সিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় ৫ টি দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে তারা
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় এর সহকারী পরিচালক, আসিফ আল আজাদ এর নেতৃত্বে সোমবার (৯ মে) সকালে লৌহজং উপজেলার মালির অংক বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় পণ্য সামগ্রীর মূল্য তালিকা ঝুলিয়ে প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় সংগ্রাম স্টোর ও জুয়েল গোস্ত ঘর কে এক হাজার টাকা করে মোট দুই হাজার জরিমানা আদায় করা হয়।
ধার্যকৃত মূল্যের থেকে বেশি মূল্যে পন্য বিক্রয় করায় রাজ্জাক স্টোর কে ভোক্তা অধিকার সংরক্ষণ, ২০০৯ এর ৪০ ধারায় এক হাজার টাকা জরিমানা আদায়সহ অসাস্থ্যকর প্রক্রিয়ায় গোস্ত বিক্রি করায় নাদিম মাংস ঘরকে ৫৩ ধারায় এক হাজার টাকা ও পণ্যের মোড়কে মূল্য উল্লেখ না থাকায় মা কনফেকশনারিকে ৩৭ ধারায় এক হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
মোট পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
অভিযান কালে আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর, জনাব মোঃ নাজমুল হক। অভিযানে নিরাপত্তা বিধানে লৌহজং থানা পুলিশ এর একটি টিম নিয়োজিত ছিল।
জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।