২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:৪৬
লৌহজংয়ে কৃতী শিক্ষার্থী ও গুনীজন সম্মাননা
খবরটি শেয়ার করুন:

লৌহজং উপজেলার কনকসারের রোববার অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কেন্দ্রে কৃতী শিক্ষার্থী ও গুনীজন সম্মননা দেয়া হয়েছে। আয়োজনটির উদ্বোধন করেন ফাউন্ডেশনটির কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. নুহ-উল আলম লেনিন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম।

লৌহজং কেন্দ্রের সভাপতি কবির আহাম্মেদ ভুইয়া কেনেডির সভাপতিত্বে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আবু ইফসুফ ফকির, মো. নজরুল ইসলাম, খাঁন নজরুল ইসলাম হান্নন ও নাসির উদ্দিন জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে চার গুনীজন মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ ওসমান গনি তালুকদার, প্রবীন শিক্ষক বশির মাস্টার ও দিলারা বেগমকে সম্মাননা এবং ১৩৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ড. নুহ-উল আলম লেনিন বলেন, সৃজনশীল কর্মকান্ডকে প্রসারিত করতে সমাজের সকল স্থর থেকে কাজ করতে হবে। তাতেই বিজ্ঞান মনস্ক জাতি গঠনসহ সার্বিক উন্নয়ন প্রসারিত হবে।

বাসস

error: দুঃখিত!