১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১:৪৬
Search
Close this search box.
Search
Close this search box.
রামপাল কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো ‘জীবন জীবনের জন্য ফাউন্ডেশন’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের রামপাল কলেজে ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জীবন জীবনের জন্য ফাউন্ডেশন’।

আজ সোমবার কলেজ প্রাঙ্গনে এই কর্মসূচি পালিত হয়। এসময় রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করণ, সেচ্ছাসেবী সংগ্রহ, এবং রক্তদানের উপকারিতা সম্পর্কে আলোচনা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হাসান।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জীবন মাদবরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিক্রমপুর রক্তদান সংস্থার সভাপতি এডভোকেট মাহমুদ হাসান।

এছাড়াও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের সভাপতি মো. জীবন মাদবর বলেন, আমরা শুধু রক্তদান আর রক্তযোগানে সীমাবদ্ধ থাকিনি, আমাদের সংগঠনের সকল সেচ্ছাসেবীদের সহোযোগিতায় এবার ফেনীতে এবং নোয়াখালীতে বন্যার্তদের পাশে দাড়িয়েছি। তাছাড়া আসছে শীত মৌষুমে আমরা গরীব অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের শীতবস্ত্র এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সরঞ্জাম হিসাবে খাতা, কলম, পেনসিল ইত্যাদি সংগঠনের পক্ষ থেকে উপহার দিবো বলে প্রস্তুতি নিচ্ছি।

error: দুঃখিত!