২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:৫৫
রামপাল ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ মার্চ, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) বিকালে রামপালে শেখ আমানউল্লাহ আমান সমাজ কল্যাণ সংসদ ও পাঠাগার হল রুমে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রামপাল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামাদ কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক লীগের সভাপতি পিয়ার হোসেন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এইচ.এ.সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা এম এ মান্নান কাজল।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, জেলা কৃষকলীগের সদস্য ম. মনিরুজ্জামান শরিফ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই. এইচ. শান্তনুর, কৃষকলীগের নেতা মো. ফরিদ কাজী প্রমুখ।

সম্মেলনে রামপাল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সামাদ কবীর ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটনের নাম ঘোষণা করা হয়। পরে নির্বাচিতরা কৃষকলীগের জেলা নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান।

error: দুঃখিত!