সৌরভ আহম্মেদঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে ‘আলোর পথে মোরা’ নামক সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
২৮ জুলাই (রবিবার) তারা স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করে।
রামপাল ইউনিয়নের অন্যতম বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের চারপাশে কাঠগাছ, কাঁঠাল গাছ, আম গাছ, আকাশী গাছ, সেগুন গাছ সহ ইত্যাদি গাছের চাড়া রোপণ করেন।।
সংগঠনটির একজন কর্মী ‘আমার বিক্রমপুর’ কে জানান, তাদের এই সংগঠনটিতে প্রায় ৬০ জন কর্মী নি:স্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে। তারা সকলেই নিজের সামর্থ অনুযায়ী এই সংগঠনে দান করে দেশের মান উন্নয়নে অবদান রাখতে চান এবং দেশের মানুষের সেবা করতে চান।