মুন্সিগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রামপালে প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে রামপাল হাইস্কুল মাঠে এতে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস।
এতে সংগঠনটির মহাসচিব মো: সায়েম রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব মো: শাহজাহান, সাবেক ভাইস চেয়ারম্যান সিআইপি মনসুর আহমেদ কালাম, রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ, রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মোশারফ হোসেন মোল্লা, বেতকা ইউপি চেয়ারম্যান আলম সিকদার বাচ্চু, কমারখাড়া ইউপি চেয়ারম্যান মো: মহিউদ্দিন হালদার, রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর হাসান,ডা: মো: জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমেদ রাসেল ও স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী মো: আওলাদ হোসেন বলেন, আমরা মানব কল্যাণে কাজ করার লক্ষ্যে প্রবাসী ফাউন্ডেশনের আত্ম প্রকাশ করেছি।
উল্লেখ্য শীতবস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে রক্তেরগ্রুপ নির্ণয়সহ দুইজনকে চিকিৎসা বাবদ ৩৫ হাজার টাকা প্রদান করে প্রবাসী ফাউন্ডেশন।