মুন্সিগঞ্জ, ৪ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালের কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সমাজসেবক পারভেজ বেপারী।
আজ (সোমবার) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
পারভেজ বেপারী টানা ৫৩ তম দিনের মত ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করে চলেছেন। এ পর্যন্ত ত্রাণ দিয়েছেন ১১ হাজার পরিবারকে।
সোমবার রামপালের ৪নং ওয়ার্ডের ১০০ পরিবারের মাঝে ৫কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ২কেজি পিয়াজ, ১ কেজি লবণ ও ১ কেজি ছোলাবুট বিতরণ করেন পারভেজ বেপারী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমান, সহ সভাপতি দুলাল শেখ, বল্লালবাড়ি পঞ্চায়েত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক কালাম দেওয়ান, প্রমুখ।