২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:৫৮
রামপালে অা.লীগ প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ
খবরটি শেয়ার করুন:

রামপাল প্রতিনিধিঃ সদর উপজেলার রামপাল ইউপি নির্বাচনে অাওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন মোল্লার নির্বাচনী প্রচারণামূলক পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ করেছেন মোশাররফ মোল্লার সমর্থকরা।

গতকাল ও অাজ ইউনিয়নের রামপাল শিকদার বাড়ি, পানহাটা সহ বিভিন্ন স্থানে সরেজমিন গিয়ে দেখা যায় ‘নৌকা’ মার্কায় ভোট চেয়ে সাটানো বেশ কিছু পোষ্টার ছিড়ে ফেলেছে অজ্ঞাতরা।

মোশাররফ মোল্লার সমর্থকদের অভিযোগ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাচ্চু শেখের নির্দেশে তার সমর্থকরা নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে।

এমন অভিযোগের জবাব জানতে চাইলে রামপাল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাচ্চু শেখ ‘অামার বিক্রমপুর’ কে বলেন, ‘এই ধরনের অভিযোগ কল্পনাপ্রসূত। অাওয়ামীলীগের ভয়ে মানুষ কথা বলতে পারে না। তাদের ইশারায় প্রশাসন চলে। তাদের পোষ্টার ছিড়ে ফেলার সাহসও কেউ রাখে না। তারাই অামার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে নিজেরা লোক দিয়ে পোষ্টার ছিড়িয়েছে।

পোষ্টার ছিড়ে ফেলায় নির্বাচনী অাচরণবিধীর যে লঙ্ঘন হয়েছে-এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে কি না সে বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ অালী বলেছেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

error: দুঃখিত!