২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:৩৩
রমজানে ছাত্রাবাসের শিক্ষার্থীদের সুবিধায় হরগঙ্গা ছাত্রদল নেতার ফিল্টার উপহার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসে ছাত্রদের সুপেয় পানি পান নিশ্চিতে ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমানের ব্যবস্থাপনায় ফিল্টার যন্ত্র স্থাপন হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কলেজ ছাত্রদের নতুন হলের ক্যান্টিনে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের পক্ষ হতে ফিল্টারটি স্থাপন করা হয়।

এতে ক্যান্টিনে খাবার খেতে আসা ছাত্ররা পরিশোধিত পানি পান করতে পারবেন।

ছিদ্দিক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩বর্ষের ছাত্র ও মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদলের সহ সভাপতি। এর আগেও তার উদ্যোগে ছাত্রবান্ধব বিভিন্ন কর্মসূচি হয়েছে।

সিদ্দিক জানান, আসছে রমজান মাসে। ছাত্রাবাসে থাকা ক্যান্টিনে কোন ফিল্টার নেই, এতে ছাত্রদের অপরিশোধিত পানি পান করতে হচ্ছিলো। এমন অবস্থায় তাদের জন্য একটি পানি বিশুদ্ধ করার ফিল্টার স্থাপন করা হলো। পড়াশোনার পাশাপাশি আমি পারিবারিক ব্যবসায় জড়িত রয়েছি। সেখানের উপার্জিত টাকা থেকেই এটি স্থাপন করা।

error: দুঃখিত!