১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৫৯
যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে মুন্সিগঞ্জের ৫ জন, সিসি কমিটিতে ২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাংলাদেশ আওয়ামী যুবলীগের  ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার।

নবগঠিত কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন মুন্সিগঞ্জের ৫জন। এছাড়া ২০০ সদস্য বিশিষ্ট সিসি কমিটিতে সদস্য হয়েছেন ২জন।

নির্বাহী কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, মসিউর রহমান চপল- সাংগঠনিক সম্পাদক, নিজামউদ্দিন চৌধুরী পারভেজ – ক্রীড়া বিষয়ক সম্পাদক, আব্দুর রহমান জীবন- সহ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য- আসাদুজ্জামান সুমন ও মুজিবুর রহমান মুজিব।

সিসি কমিটির সদস্যরা হলেন- আজমির শেখ, আনিসুর রহমান রিয়াদ। কার্যনির্বাহী কমিটিতে পদপ্রাপ্ত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে মসিউর রহমান চপল এর আগেও যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ছিলেন। অপর ৪জনের মধ্যে আবদুর রহমান জীবন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। আসাদুজ্জামান সুমন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন। পরে রাতে যুবলীগের প্যাডে পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

কার্যনির্বাহী কমিটির ৫জনের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদপ্রাপ্ত মসিউর রহমান চপল এর আগে যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি শ্রীনগরের ভাগ্যকূলে।

ক্রীড়া বিষয়ক সম্পাদক নিজামউদ্দিন চৌধুরী পারভেজের পৈত্রিক বাড়ি শ্রীনগর উপজেলার দক্ষিন পাইকসা গ্রামে। তবে তিনি শুরু থেকেই রাজধানী ঢাকা ভিত্তিক রাজনীতির সাথে জড়িত। তিনি এর আগে ঢাকার খিলগাঁও থানা যুবলীগের সভাপতি,  ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ক্রীড়া সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

সহ সম্পাদক পদ পাওয়া আব্দুর রহমান জীবন এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে।

এছাড়া কার্যকারী সদস্য পদপ্রাপ্ত আসাদুজ্জামান সুমন এর আগে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জ পৌরসভার পাঁচঘড়িয়াকান্দি এলাকার বাসিন্দা।

কার্যকরী সদস্য মুজিবুর রহমান মুজিবের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার চাম্পাতলা এলাকায়। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ও মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়া সিসি কমিটির সদস্য আজমির শেখের বাড়ি মুন্সিগঞ্জ সদরের রামপাল এলাকায়। তিনি এর আগে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

অপর আনিসুর রহমান রিয়াদ স্পেনের বার্সোলনা শাখা যুবলীগের প্রচার সম্পাদক ও  পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার বাড়ি সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামে। রিয়াদ সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ এর পুত্র।

এদিকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান প্রেসিডিয়াম সদস্য হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে।

তবে এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে এমরান হোসেন খান জানান, আমার পদ পাওয়ার খবরটি ঠিক নয়, আমি পদ পাইনি।

error: দুঃখিত!