মুন্সিগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির অন্যান্য সংগঠনের মত যুবদলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু হয়েছে যুবদলের কর্মী সভা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলা বিএনপি’র উদ্যোগে, রাড়িখাল ইউনিয়ন যুবদল ও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কর্মীসভা।
এ সময় স্লোগান মুখর পরিবেশে দলীয় নানারকম ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে এসে কর্মীসভায় যোগ দেয় বিএনপি নেতাকর্মীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সব সময় সঠিক মূল্যায়ন করার আহ্বান জানান।
তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে তৃণমূল থেকে জেলা পর্যন্ত সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। কারন যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে একইভাবে জুলাই অভ্যুত্থানকেও ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে।
রাড়িখাল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোক্তার মাদবরের সঞ্চালনায় কর্মী সভায় আরও বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল আমিন খাঁন, শ্রীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম কাড়াল, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান খাঁন ও শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস এবং সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।