৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৬:৪৭
মৎস্যজীবিরা বৈষম্যের স্বীকার- মুন্সিগঞ্জে মৎস্য উপদেষ্টা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মৎস্যজীবিরা বৈষম্যের স্বীকার বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার।

তিনি আক্ষেপ করে বলেন, কৃষিতে যতটুকু সুযোগ-সুবিধা দেয়া হয় মৎস্য জীবিদের বেলায় সেটি হয় না। অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে সোচ্চার হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এসব বলেন উপদেষ্টা।

বলেন, শুধু অভিযান করে কারেন্ট জালরর সমস্যা সমাধান করা হবে না। পাশাপাশি সংশ্লিষ্টদের সাথে আলাপ- আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এসময় জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করেন উপদেষ্টা।

জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, মৎস্য জাল উৎপাদনকারী ও মৎস্যজীবীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ।

error: দুঃখিত!