নিজস্ব প্রতিবেদকঃ পঞ্চম দফা ইউপি নির্বাচনের ভোটগ্রহনের অার মাত্র ১দিন বাকি। মুন্সিগঞ্জ সদরের অন্যতম অালোচিত মোল্লাকান্দি ইউনিয়নের ভোট গ্রহন শনিবার। প্রার্থীদের প্রচার-প্রচারণাও শেষ হচ্ছে অাজ। এরই মধ্যে কয়েক দফা নিজেদের শক্তি জানান দিয়েছেন স্থানীয় অাওয়ামীলীগের দুই ব্যাক্তি। এর মধ্যে রিপন পাটোয়ারী সরাসরি অাওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন অন্য জন মহাসিনা হক কল্পনা দলের শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনের সহিংসতাকে উস্কে দিয়েছেন। প্রায় প্রতিদিনই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত হচ্ছে। ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। গ্রাম ছেড়ে চলে গেছেন কয়েক শ শান্তিকামী নারী-পুরুষ।
অথচ, দলের সিন্তান্ত মেনে নিয়ে কল্পনা নির্বাচনে না গেলে এত সহিংসতা এড়ানো যেত।
মোল্লাকান্দিতে বিএনপির বিপুল ভোট থাকলেও সংঘাতে জড়িয়ে প্রশাসনিক হয়রানির ভয়ে এখানে বিএনপি থেকে কেও প্রার্থী হননি।
তবে বর্তমান সফল চেয়ারম্যান রিপন পাটোয়ারী মনে করেন, সহিংসতার বিরুদ্ধে তার কঠোর পদক্ষেপ অাছে বলেই তার কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে সংঘাতে জড়াচ্ছে।
একান্ত অালাপে রিপন পাটোয়ারী বলেন, ‘যতগুলো সহিংসতা হয়েছে অামার লোকজন হতাহত হয়েছে। অামি তাদের নিষেধ করেছি বলেই তারা পাল্টা অাঘাতে যায়নি। অথচ অামার প্রতীদ্বন্দী প্রার্থী দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়ে সাধারণ মানুষকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। ইউনিয়নের মানুষ অাগামী শনিবার অামাকে ভোট দিলে অাগামী ৫বছর গত ৫বছরের মতই শান্তিতে থাকতে পারবে। বাকি সিদ্ধান্ত তাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম।
রিপন পাটোয়ারী এ সময় বলেন, মোল্লাকান্দির ভোটাররা যদি এবারও অামাকে ভালোবেসে ভোট টা দিয়ে পাশ করায় সামনের ৫বছর মোল্লাকান্দিতে সহিংসতা শূন্যের ঘড়ে চলে অাসবে। অামি এ লক্ষ্যেই কাজ করবো।