মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকার কাতারপ্রবাসী প্রভাবশালী ব্যবসায়ী ও উঠতি রাজনীতিক ইউসুফ হাসান কে আটক করেছে র্যাব।
এদিকে ৫ মামলার আসামি ইউসুফ ফকিরকে (৪০) আটক করাকে কেন্দ্র করে র্যাবের গাড়ি ঘেরাও, বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে এসব বিষয়ে এখন পর্যন্ত র্যাবের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে।
ইউসুফ ফকির মহেশপুর গ্রামের মৃত লাল মিয়া ফকিরের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, র্যাবের একটি টিম ইউসুফ ফকিরকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসীর বাধার সম্মুখীন হয়। গাড়ি যাওয়ার পথে গাছ ফেলে বাধা দেওয়া হয়। এরপর আমঘাটা এলাকায় বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি ইউসুফ ফকিরকে মহেশপুর গ্রামে থেকে আটক করেছে র্যাব । পরে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন আছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, ইউসুফ ফকিরের বিরুদ্ধে বিস্ফোরকসহ ৫টি মামলা রয়েছে।