মোল্লাকান্দিতে ককটেল হামলায় নৃশংস মৃত্যু
মুন্সিগঞ্জ, ১৩ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আলু পরিবহনের ট্রলির ব্যবসা নিয়ে দ্বন্দে একপক্ষের ককটেল হামলায় প্রতিপক্ষের একজনের নৃশংস মৃত্যুর ঘটনা ঘটেছে। ককটেলের হামলায় তার মাথা উড়ে গেছে।
আজ শনিবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা (মেঘু শেখের বাড়ির পশ্চিম পাশে আলু ক্ষেত) এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত হয়ে জালাল বেপারি (৪৫) ঘটনাস্থলেই মারা যান। সে নতুন আমঘাটা এলাকার মৃত গনি বেপারী’র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই বাড়ির চাচাতো ভাই প্রতিপক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু (৪৫) এর সাথে আলু খেতে আলু তোলার বহনকৃত ট্রলি নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে নিহত জালাল বেপারি (৪৫) ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিপক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন দেলু (৪৫), মোহাম্মদ মিস্টার বেপারী (৩০) সহ মোহাম্মদ শিপন মোল্লা (৩৫), মোঃ স্বপন মোল্লা (৪০), মোঃ খালেক (৪০), আলমগীর (৩০), মোহাম্মদ হারুন (৪০), খালেক (৪০) ও রাসেল (২২) প্লাস্টিকের বালতির ভিতর থেকে অতর্কিতভাবে ১০/১৫টি ককটেল নিক্ষেপ করে। ককটেল মুখমণ্ডল ও মাথায় লেগে ঘটনাস্থলেই জালাল বেপারী (৪৫) মৃত্যুবরণ করেন।
জানা যায়, বছরের এই সময়টায় প্রতিবছর মুন্সিগঞ্জে আলু উত্তোলন চলে। মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলগুলোর রাস্তা সরু হওয়ায় আলু ক্ষেত থেকে তোলার পরে বস্তায় ভরে কোল্ডষ্টোরেজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ট্রলির ব্যবহার হয়। নিহত জালাল বেপারি ও হামলাকারী দেলোয়ার হোসেন দেলু ওরফে কাইল্লা সিন্ডিকেট করে দীর্ঘদিন যাবৎ এই ট্রলি ব্যবসার নিয়ন্ত্রণ করতেন। এ নিয়ে গেলো কয়েকবছর ধরেই তাদের মধ্যে দ্বন্দ ছিলো। এবছর সেই পুরনো দ্বন্দ ভয়াবহ সহিংসতার রুপ নেয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকে এর সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে। বর্তমানে ঐ এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


