মুন্সিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে মোটরসাইকেল চাপায় আহানাফ (৩) নামের তিন বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।
গতকাল রোববার সকাল ৯ টার দিকে ইউনিয়নের কংসপুরা গ্রামে এঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত অবস্থায় শিশু আহানাফকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহানাফ সদর উপজেলার মানিকপুর এলাকার রাসেল বেপারির ছেলে।
জানা গেছে, মায়ের সাথে নানির বাড়িতে বেড়াতে যায় শিশু আহানাফ। রোববার সকাল নয়টার দিকে বাড়ির পাশে রাস্তায় এনজিও প্রতিষ্ঠান রিক এর এক কর্মীর মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে শিশু আহানাফকে ধাক্কা দিলে মুহুর্তেই রাস্তায় পড়ে যায় সে। পরে মোটরসাইকেলটি তার পায়ের উপরে উঠে গেলে রাস্তার সাথে চাপা লাগে। এসময় শিশুটির শরীরের বিভিন্ন অংশে ছিলে যায়।
দুর্ঘটনার পর আহানাফের চিৎকারের শব্দ শুনে আহানাফের মামা নাঈম ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে দৌড়ে এসে দেখে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে আহানাফের পিতা রাসেল বেপারি বলেন, মোটরসাইকেলের চাপায় আমার ছেলের পায়ের আঙ্গুলের উপরের মাংসগুলো রাস্তায় পিশে গেছে। ডাক্তাররা বলেছেন তাকে প্লাস্টিক সার্জারি করাতে হবে। অল্পতে চোখটা রক্ষা পেয়েছে। তিনি আরও বলেন, মোটরসাইকেলের গতি যদি কম থাকতো তাহলে ছেলেটা এতটা আঘাত পেতো না। গতি বেশি থাকায় ছেলেটাকে হেচড়ে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে, রাস্তায় রক্তের দাগ লেগে আছে।