৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:২৭
Search
Close this search box.
Search
Close this search box.
মোমবাতি প্রজ্বলন, দেশাত্মবোধক গান-কবিতায় শহীদদের স্মরণ মুন্সিগঞ্জ শহীদ মিনারে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মোমবাতি প্রজ্বলন ও দেশাত্মবোধক গান-কবিতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সমর্থনে থাকা সারাদেশে নিহতদের স্মরণে কর্মসূচি হয়েছে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে।

শিক্ষার্থীদের আহবানে বুধবার সন্ধ্যায় জেলা শহরের কাচারি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি নিয়ে হাজির হন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার শতশত মানুষ।

এসময় নানা দেশাত্মবোধক গান-কবিতায় মেতে উঠে সকলে। পরে শহীদ মিনারের বেদীতে মোমবাতি রেখে শহীদদের উৎসর্গ করা হয়। পরে শোক মিছিল করে শহীদ মিনার থেকে শহরের সুপারমার্কেট চত্ত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা।

মিছিলে ‘তোমার দেশ, আমার দেশ- বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে উঠে শহর।

উপস্থিত শিক্ষার্থীরা শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে দেবো না। সকল ধরনের অন্যায় দূরে করে বৈষম্যবিরোধী এক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!