২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:৫৩
মোটরসাইকেলে ঘোরাফেরা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর উপর চট্রগ্রামমুখী লেনে অজ্ঞাত গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে দুই বন্ধুর।

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ঘোরাফেরা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় নিজ এলাকায় ফিরছিলেন তারা।

বুধবার রাত সাড়ে সাতটার দিকে মেঘনা সেতুর উপর এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলটি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন নাকি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন সেটি নিয়ে প্রথম দিকে জটিলতা দেখা দিলেও পরবর্তীতে মরদেহের দায়িত্ব নেয় সোনারগাঁয়ের কাচঁপুর হাইওয়ে থানা।

নিহত আশরাফুল শেখ (১৭) গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকার মো. আলাল শেখের পুত্র ও সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এস আর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত অসিম আহমেদ (১৮) একই ইউনিয়নের চর চৌদ্দকাহনিয়া এলাকার সেলিম মিয়ার পুত্র ও দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে৷ দুর্ঘটনায় জড়িত যানবাহনকে সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ।

error: দুঃখিত!