মুন্সিগঞ্জ, ২৬ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে জান্নাতি আক্তার প্রিয়া (১৬) নামের একটি মেয়েকে পাওয়া গেছে।
সোমবার (২৬ অক্টোবর) শ্রীনগর থানাধীন ফেরীঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়েতুল ইসলাম ‘আমার বিক্রমপুর’ কে জানান, ‘মেয়েটিকে রাস্তায় পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ এ ফোন দেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে আসে।
মেয়েটি তার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। সে কিভাবে এখানে এলো সে বিষয়েও পুলিশ কোন তথ্য উদঘাটন করতে পারেনি।
মেয়েটিকে কেউ চিনে থাকলে ডিউটি অফিসার শ্রীনগর থানা- ০১৩২০০৯৩৪৮৩ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।