৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:৩৪
Search
Close this search box.
Search
Close this search box.
‘মেয়র শাহিনের ঘনিষ্ঠ’ কাউন্সিলরের উপর হামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম শাহিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মিরকাদিম পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহেরকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে মিরকাদিমের কমলাঘাট বন্দরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তার উপর এ হামলা চালায় দুবৃত্তরা।

পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হামলার শিকার আওয়ামী লীগ নেতা ও (টেবিল ল্যাম্প) মার্কার কাউন্সিলর প্রার্থী আবু তাহের বলেন, আসন্ন মিরকাদিম পৌর নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে।

তিনি অভিযোগ করে আরো বলেন, জেলা আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ কালাম এর নির্দেশ তার প্রতিদ্বন্দ্বী ‘উটপাখি’ মার্কার কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেনের নেতৃত্বে তার চিহৃিত সন্ত্রাসী জিল্লু, জুয়েল, ফারুক সাইফ ও গোপাল বাহিনী এই হামলা চালিয়েছে।

এ ব্যাপারে মনসুর আহমেদ কালাম বলেন, হামলার নির্দেশের প্রশ্নই আসে না। আমি ১ নং ওয়ার্ডের বাসিন্দা। যেখানে ঘটনাটি ঘটেছে সেটি ৯ নং ওয়ার্ডে। এধরনের অভিযোগ একেবারেই অবান্তর ও মিথ্যা।

এদিকে হামলা ও মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত‘ উটপাখি’ মার্কার কাউন্সিলর প্রার্থী আওলাদ হোসেন বলেন, হামলা মারধরের বিষয় আমার জানা নেই। আমার নির্বাচনী প্রচার-প্রচারণা ক্ষতিগ্রস্থ করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

এ বিষয়ে কাউন্সিলর আবু তাহেরের স্ত্রী মধুমালা ‘আমার বিক্রমপুর’ কে জানান, রাজনৈতিক বিরোধের জেরে তার স্বামীর উপর এই হামলা করা হয়েছে। মেয়র শাহিনের সাথে ঘনিষ্ঠতার কথা জিজ্ঞাসা করতেই তিনি ক্ষিপ্ত হয়ে ফোন কেটে দেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, হামলা মারধরের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!