১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৪:৪১
মৃণাল-বিপ্লব এক মঞ্চে, রাজনীতিতে নতুন ধারা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে নতুন ধারার সৃষ্টি হয়েছে। এক সময় মুন্সিগঞ্জের দুই প্রভাবশালী নেতা মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও জেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিনের পুত্র মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এর মধ্যে চরম বিরোধিতা দেখা গেলেও বর্তমানে এই দুই নেতাকে এক মঞ্চে দেখা গেছে।

অপরদিকে বিগত উপজেলা নির্বাচনের পর থেকে মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন অনেকটা এক ঘড়ে অবস্থায় চলে গেছেন। মসজিদে টাকা আত্মসাৎয়ের অভিযোগ গণমাধ্যমে আসার পর তার সভা-সেমিনারে দেয়া বিভিন্ন বক্তব্য বিশ্লেষণ করলে তাকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

সব মিলিয়ে মুন্সিগঞ্জের রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে বলে অনেকেই মনে করছেন। রাজনীতি এখন কোন পথে তা নিয়েও ভাবতে শুরু করেছেন কেউ কেউ।

বিগত পৌরসভা নির্বাচনের পর থেকেই মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের মধ্যে দ্বন্দ চরম আকার ধারণ করে। বিভিন্ন সভা-সেমিনারে এই দ্বন্দকে কেন্দ্র করে উত্তেজনা লেগেই ছিলো।

এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় মৃণাল কান্তি দাসকে মনোনয়ন দিলে তাদের এই দ্বন্দ আরও প্রকট হয়। এরমধ্যে জেলা শহরে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় মেয়র বিপ্লব প্রকাশ্যে মৃণাল কান্তি দাসের বিরোধিতা করে বের হয়ে যান। এসময় মেয়র বিপ্লবের পিতা মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন চেষ্টা করেও তাকে থামাতে পারেননি। এর মধ্যেই মেয়র বিপ্লব তার স্ত্রীকে স্বতন্ত্র প্রার্থী করেন। তাদের এই দ্বন্দে স্থানীয় আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়ে।

তবে কিছুদিনের মধ্যেই তাদের এই বিরোধ মিটে যায়।

মুন্সিগঞ্জের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান বিপ্লব সভা করে প্রার্থীতা প্রত্যাহার করে আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাসের পক্ষে শোডাউন করেন। এর পরে তাদের মধ্যে শুরু হয় নতুন বন্ধুত্বের!

সর্বশেষ গত ৩১ আগস্ট মুন্সিগঞ্জ শহরে মৃণাল কান্তি দাসের নেতৃত্বে একটি শোকসভা ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়। সেখানেও এক মঞ্চে দেখা যায় এই দুই নেতাকে।

মুন্সিগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুটি নাম মৃণাল ও বিপ্লব। দুজনেরই বহু সমর্থক রয়েছে। এর মধ্যে সাংসদ মৃণাল কান্তি দাস আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হলেও সাধারণ মানুষের মধ্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে মেয়র ফয়সাল বিপ্লব পৌরসভায় বিভিন্ন দৃষ্টিনন্দন কাজ করে জনপ্রিয় হয়ে উঠেছেন।

error: দুঃখিত!