মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মুুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও তার সহধর্মিণী নিলিমা দাসের সুস্থতা কামনায় মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহসিনা হক কল্পনার ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) বাদ আছর মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ঈদগাহ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা মোল্লা, চরডুমুরিয়া বাজার কমিটির সভাপতি সোহেল মাদবর, ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।