১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:২৬
মূল ঘটনা ভিন্ন, অামাদের ফাসানো হয়েছে: তূর্য-অাশিক
খবরটি শেয়ার করুন:

ছাত্রী অপহরণের দায়ে অভিযুক্ত সদ্য বহিস্কৃত দুই ছাত্রলীগ নেতা সদর উপজেলার বিনোদপুরের শাহ পরাণ মোল্লা’র ছেলে শাহবাজ মোল্লা অাশিক (২৭) ও একই এলাকার ইকরাম হোসেন তূর্য দাবি করেছেন তাদের বিরুদ্ধে অানিত অভিযোগগুলি পুরোপুরি সত্য নয়। এখানে সত্যের সাথে কিছু সুক্ষ্ম মিথ্যেও অাছে। যা সাধারণ জনগণের চোখে ধুলো দিতে সাজিয়েছেন কলেজ ছাত্রী মম এর বড় ভাই মিজানুর রহমান।

এদিকে ছাত্রী অপহরণ চেষ্টার দায়ে অভিযুক্ত এই দুই ব্যাক্তিকে হন্য হয়ে খুজছে পুলিশ।
তবে অাজ দুপুরে শাহবাজ মোল্লা অাশিক ‘অামার বিক্রমপুর’ এর কাছে দাবি করেছেন তিনি মুন্সিগঞ্জেই অাছেন এবং তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রস্তুুত।

তূর্য ও অাশিকের ভাষ্যমতে অভিযোগকারী কলেজ শিক্ষক মিজানুর রহমান এর বাড়িতে ঐ দিন ভাংচুরের ঘটনাটি কলেজ ছাত্রী জান্নাতুল ফৈরদৌস মম কে কেন্দ্র করে ঘটে নি। এখানে ‘মম’ এর বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। মূল ঘটনার সূত্র রাজনৈতিক। এবং যার স্বাক্ষী বিনোদপুর এলাকাবাসী।

তবে তূর্য ও অাশিকের এই দাবি বরাবরের মতই অস্বীকার করেছেন কলেজছাত্রী মম এর ভাই কলেজ শিক্ষক মিজানুর রহমান।

তার দাবি তার ছোট বোন রামপাল কলেজে পড়ুয়া মম কে উত্যক্ত করার বিষয়টি নিয়ে কয়েকবার সমস্য’র সৃষ্টি হয়েছে। একবার রামপাল ফাড়ি’র এক পুলিশ কর্মকর্তা ওদের শাসিয়েছে। সুতরাং ওরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে এখন মিথ্যে নাটক সাজিয়েছে। তাছাড়া এলাকার লোকজনই ঐদিন ওদের হামলা থেকে অামাকে বাচিয়েছে। তারাই তো অামার জন্য বড় প্রমাণ।

error: দুঃখিত!