নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জ শহরে বসত-ঘরে ঢুকে রাতের আঁধারে হাত-পা বেঁধে সালমা বেগম (৪০) নামে শ্বাশুড়িকে গলাটিপে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে মেয়ে জামাতার বিরুদ্ধে। শ্বাশুরি সালমা বেগমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে শহরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বসত-ঘরের ভেতর প্রবেশ করে মেয়ে জামাতা রতন মন্ডল তার শ্বাশুরি সালমা বেগমকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে গলা টিপে ধরে। এ সময় বসত-ঘরে সালমা বেগমের পরিবারের অন্য কোন সদস্যরা ছিলেন না।
সালমা বেগম মারা গেছেন ভেবে রতন বসত-ঘর ত্যাগ করে। ঘটনার প্রায় এক ঘন্টা পর স্বামী আবুল কালাম আজাদ ঘরে এসে স্ত্রী সালমা বেগমকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
প্রায় ২ বছর আগে দেওভোগ এলাকার সালমা বেগমের মেয়ে আয়েশা সিদ্দিকা বাঁধনের সঙ্গে একই এলাকার মৃত কায়কোবাদ মন্ডলের ছেলে রতন মন্ডলের বিয়ে হয়। বনিবনা না হওয়ায় গেল বছর তাদের বিয়ে বিচ্ছেদ হয়।