মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে যাত্রীবোঝাই লঞ্চ থেকে প্রায় পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
আজ সোমবার দুপুর ১২টার দিকে এমভি লামিয়া লঞ্চে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে চাঁদপুর যাচ্ছিল।
কোস্টগার্ডের সিনিয়র পেটি অফিসার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।