নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ নির্বাচন ৪র্থ ধাপে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ী উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়ন ও সদরের ৩ টি পঞ্চসার, রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। উৎসব মুখর পরিবেশে দুই উপজেলার ১৪৯ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি আরও বাড়তে শুরু করেছে। ১৫ টি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ১৪৯টি। এগুলোতে মোট কেন্দ্র সংখ্যা ১৪৯ টি। এর ১২৩ কেন্দ্রই ঝুকিপূর্ণ। তাও আবার অতিঝুকিপূর্ণ কেন্দ্র ৬১টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সদর উপজেলার তিন ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ১৩ জন। ভোটার সংখ্যা ৯৩ হাজার ৫২৯ জন ভোটারের জন্য কেন্দ্র করা হয়েছে ৪০টি।
টঙ্গীবাড়ি উপজেলার ১৩টির মধ্যে ১২ ইউপিতে ভোট গ্রহন হচ্ছে। উপজেলার সদরের সোনারং-টঙ্গীবাড়ি ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই উপজেলায় মোট চেয়ারম্যান প্রার্থী ৪২ জন। সদস্য প্রার্থী ৩৫২ এবং সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী ৯১ জন। মোট ভোট কেন্দ্র ১০৯টি। এই উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮৩৭।