ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জ কর্তৃক পরিচালিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে অদ্য বিকেলে শহরের রিস্তা হোটেলে স্থানীয় পর্যায়ে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিগণের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সনাক সভাপতি এ্যাড. মোঃ হুমায়ুন কবীর শাহীন মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সনাক-মুন্সীগঞ্জ ও টিআইবি কর্তৃক পরিচালিত বিভিন্ন কর্মসূচি উপস্থাপনার পাশপাশি টিআইবি’র চলমান প্রকল্প BIBEC (Building Integrity Blocks for Effective Change) এর কর্মসূচি তুলে ধরা হয় এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়।
সভায় জানানো হয় যে, দাতাগোষ্টি -ডিএফআইডি, সিডা, এসডিসি এবং ড্যানিডার যৌথ অর্থায়নে দেশের ৪৫টি অঞ্চলে বিদ্যমান সনাক কার্যালয়সমূহের মাধ্যমে ৫ বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পে স্বাস্থ্য, শিক্ষা এবং স্থানীয় সরকারের পাশাপাশি ভূমি, জলবায়ু এবং অ্যালাক (অ্যাডভোকেসি এন্ড লিগ্যাল এডভাইস) নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে গণমাধ্যমকে জানানো হয়।
সনাক তথা টিআইবি’র এ প্রকল্পের সফল বাস্তবায়নসহ সুশাসন প্রতিষ্ঠা ও কার্যকর দুর্নীতি প্রতিরোধে সনাক এবং গণমাধ্যম কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহবান জানানো হয় এ মতবিনিময় সভায়।